header.jpg

Samia Islam Farzana And Shahed Anwar Shadhin In Bangladesh Crime News Doinik Vorer Aoyaj

Home / Samia Islam Farzana And Shahed Anwar Shadhin In Bangladesh Crime News Doinik Vorer Aoyaj

Samia Islam Farzana And Shahed Anwar Shadhin In Bangladesh Crime News Doinik Vorer Aoyaj

newspaper-image
Doinik Vorer Aoyaj reported crimes of Samia Islam Farzana and Shahed Anwar Shadhin on 9 July 2025.

দুই শিক্ষার্থীর বিরুদ্ধে sisp বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করতে কাজ করা একটি বেসরকারি অলাভজনক Shaker International Scholarship Program (SISP)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দুজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্ম-শিক্ষা কর্মসূচির সদস্য প্রতারণা ও চুরির মাধ্যমে বিশাল আর্থিক ক্ষতি সাধন করেছে। অভিযুক্তরা হলেন সামিয়া ইসলাম ফারজানাঅনার্স শিক্ষার্থী তিতুমীর সরকারি কলেজ; পিতা: মোঃ ইদ্রিস আলী রানা; মাতা: মোসাম্মৎ শিল্পী বেগম; ঠিকানা: হাউজ নং ২/১৯/৪৮ ফ্ল্যাট ৩-এ, রোড নং ১০, মোহাম্মদপুর হাউজিং, আদাবর, ঢাকা ও মো: শাহেদ আনোয়ার স্বাধীনঅনার্স শিক্ষার্থী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ; পিতা: শাহ মো. রফিকুল ইসলাম;মাতা: শাহনাজ পারভীন; ঠিকানা: আউচপাড়া শেখ হাজারী রোড নিশাত নগর, টঙ্গী পশ্চিম, গাজীপুর। SISP-এর প্রতিষ্ঠাতা এম. শাকের বলেন, “ওরা বাহিরের কেউ ছিল না। আমরা ওদের লালন-পালন করেছি, পোশাক দিয়েছি, পড়াশোনার খরচ দিয়েছি-পরিবারের সদস্যের মতোই মনে করতাম” গত ১২ এপ্রিল, ২০২৫ ইং, অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংগঠনের ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি করে, অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ড মুছে দেয় অনলাইন সোস্যাল অ্যাকাউন্ট সমূহ মুছে ফেলে পালিয়ে যায়। এসআইএসপি গভীর উদ্যোগ প্রকাশ করেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং এস আই এস পি এর প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছে । যুবকদের নিয়ে কাজ করা সকল বেসরকারি সংস্থা মানবিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তারা সহায়তা প্রদান করে বা ডিজিটাল কার্যক্রম কাউকে বাছাই করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু সম্পদের ক্ষতি নয় এটি উপকারদতা ও উপকার ভোগের মধ্যে এক পবিত্র আস্থার চরম লঙ্ঘন। তিনি আরো বলেন, “আমরা ভালবাসা ও সহযোগিতার জন্য এসেছিলাম আপনাদের সন্তানদের জীবনে পরিবর্তন আনতে কিন্তু আমরা যা রেখে যাচ্ছি, তা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং একটি গভীর নৈতিক আঘাত - যা এসেছে তাদের হাতেই, যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে মামলা নাম্বার: CR-371/2025 SISP সাংবাদিক, নাগরিক সমাজ এবং ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি ব্যক্তিকে আহবান জানানো হচ্ছে- তারা যেন ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাসঘাতককে প্রকাশ করতে সাহায্য করে যোগাযোগের জন্য : ০১৭৭৭-৫০৩৭০২ / ০১৯২৪-৮৬৩৩৯৯